Site icon Jamuna Television

আগামীকাল জুমার নামাজের পর ইমরান খানের বাড়িতে অভিযান চালাবে পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরান খানের লাহোরের বাড়িতে অভিযান চালাবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্য মন্ত্রী আমির মীর। বলেন, শুক্রবার (১৯ মে) জুমার নামাজের পর অভিযান চালাবে পাঞ্জাব সরকার। খবর জিও নিউজের

তথ্য মন্ত্রী বলেন, সংঘর্ষ এড়াতে আমরা একটি ইতিবাচক পরিবেশে এ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত ‘সন্ত্রাসীদের’ ধরতে লাহোর কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে অংশ নেবে প্রায় ৪০০ পুলিশ সদস্য।

তিনি বলেন, ইমরান খানের কাছে সময় চাওয়া হবে। ঠিক সেই সময়েই অভিয়ান পরিচালনা করা হবে। এ সময় সেখানে ক্যামেরা উপস্থিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মন্ত্রী দাবি করেন, পিটিআই চেয়ারম্যানের বাসায় ৩০-৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে এবং তাদের আত্মসম্পর্ণে ২৪ ঘণ্টার সময় বেধে দেন। যার সময় শুক্রবার দুপুর ২টায় শেষ হবে।

এটিএম/

Exit mobile version