প্রথম মার্কিন রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের মন্টানায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো টিকটক। বুধবার (১৭ মে) এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। খবর এপির।
দেশটির বেশ কিছু অঙ্গরাজ্যে সাইবার নিরাপত্তার জন্য এরমধ্যেই সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার বন্ধ করা হয়েছে। তবে মন্টানায় এবার ব্যক্তিগত ডিভাইসেও দেয়া হলো নিষেধাজ্ঞা। এই আইনের আওতায় প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ স্টোর থেকে সরাতে হবে অ্যাপটি। অন্যথায় দিতে হবে বড় অঙ্কের জরিমানা।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনা সরকারের কাছে পাঠাচ্ছে টিকটক, বিশ্বজুড়ে এমন উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত মন্টানা সরকারের। তবে প্রশাসনের এ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন টিকটক কর্তৃপক্ষ।
এদিকে, বলছেন, এ টিকটকের একজন মুখপাত্র জানান, মন্টারায় টিকটকের ২ লাখের ওপর ব্যবহারকারী আছে। ব্যক্তি পর্যায় ছাড়াও অন্তত ৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে এই প্ল্যাটফর্ম। তাই এই নিষেধাজ্ঞা কার্যকর করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজেড/

