রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ব্রিটিশ সরকারের কত খরচ হয়েছে তার হিসেব এবার প্রকাশ করলো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, প্রায় ১৬২ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে রানির শেষকৃত্যের অনুষ্ঠানে। বৃহস্পতিবার (১৮ মে) এ তথ্য জানায় দেশটির ট্রেজারি বিভাগ। খবর গার্ডিয়ানের।
লন্ডনের ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজনে সম্পন্ন হয় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। এতে আমন্ত্রিত ছিলেন অন্তত ১৬৪টি দেশের নেতারা। অংশ নেন অন্তত ২ হাজার হাই প্রোফাইল কর্মকর্তারা। ফলে এই অনুষ্ঠানের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতেই খরচ হয় প্রায় ৭৪ মিলিয়ন পাউন্ড। সুরক্ষা ব্যবস্থা ছাড়াও নানা রাজকীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের কয়েক হাজার সদস্য।
গত বছরের ৪ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় দেশজুড়ে। ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। যাতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্টসহ হাই-প্রোফাইল অতিথিরা।
এসজেড/

