Site icon Jamuna Television

এবার ক্রাইমিয়ায় বিস্ফোরণে লাইনচ্যুত রুশ শস্যবাহী ট্রেন

এবার ক্রাইমিয়ায় বিস্ফোরণে লাইনচ্যুত হলো রাশিয়ার শস্যবাহী একটি ট্রেন। বৃহস্পতিবার (১৮ মে) অঞ্চলটির রাজধানী শহরের কাছেই হয় এ দুর্ঘটনা। খবর ইউরো নিউজের।

ক্রাইমিয়ার রেল বিভাগ জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে শস্যবাহী ট্রেনটি। এসময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত আটটি বগি। তবে এতে হতাহত হয়নি কেউ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে ক্রাইমিয়ার রাজধানীর সাথে কৃষ্ণ সাগরের বন্দর নগরী সেবাস্তোপোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রশাসনের দাবি, বাইরের কেউ ঘটিয়েছে এই নাশকতা। বিস্ফোরণটির সাথে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সম্প্রতি বিস্ফোরণ ঘটিয়ে আরও দুই দফা রুশ পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত করা হয়। এসব ঘটনায় মস্কোর সন্দেহের তীর ইউক্রেনের দিকেই।

এসজেড/

Exit mobile version