মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে গ্যাং সদস্যদের ধরতে আবারও শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। এরই মধ্যে ঘিরে ফেলা হয়েছে উত্তরাঞ্চলের একটি শহর। সেখানে মোতায়েন করা হয়েছে প্রায় ৫ হাজার সেনাসদস্য ও ৫০০ পুলিশ সদস্য। খবর সিএনএন এর।
গত মঙ্গলবার রাজধানী সান সালভাদরের কাছে অজ্ঞাত গ্যাং সদস্যদের আক্রমণের শিকার হয় পুলিশ সদস্যরা। হামলায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা। তার জেরেই অপরাধীদের ধরতে চলছে সাড়াশি অভিযান।
দীর্ঘ কয়েক বছর ধরেই গ্যাং সংস্কৃতি ভয়াবহ রূপ নিয়েছে সান সালভাদরে। মাদক চোরাকারবার, ডাকাতি এবং খুনের মতো ঘটনা দেশটির নিত্য দিনের ব্যপার হয়ে হয়ে উঠেছে। গত বছর থেকে এ পর্যন্ত প্রায় ৬৮ হাজার গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে জরুরি ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
এসজেড/

