Site icon Jamuna Television

ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিশুটির মরদেহ দেখতে গ্রামবাসীর ভিড়।

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর আট বছরের শিশু আদিল মাহমুদ সোহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার রুদ্র গাঁও তালুকদার বাড়ির পাশের একটি বিলের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্তব্ধ পুরো এলাকা।

নিহত আদিল মাহমুদ তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। সে কবির জুনিয়র প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সোহান গত ১৫ মে মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।

পরে শুক্রবার একই বাড়ির একজন বৃদ্ধা পরিত্যক্ত স্থানে গিয়ে গর্তে লাশের হাত দেখতে পেয়ে পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এদিকে নিষ্পাপ শিশুর এমন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত হত্যাকারীদের বিচারে আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।

এসজেড/

Exit mobile version