Site icon Jamuna Television

‘সরকারি দল বেহেস্তে থাকলেও শ্রমিকরা দোজখের আগুনে পুড়ছে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সরকারি দলের মন্ত্রী-এমপিরা বেহেস্তে থাকলেও শ্রমিকরা দোজখের আগুনে পুড়ছে। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির দাবি করা হলেও সরকার শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর চেষ্টা করছে। এই সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের মর্যাদা কমে গেছে বলেও দাবি করেন সাইফুল হক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে মার্কিনীরা যদি পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে লাখ লাখ শ্রমিক বেকার হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শ্রমিকের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান- এই সকল সমস্যা সমাধানের জন্য সরকারি দল আওয়ামী লীগসহ ধনিক শ্রেণির দলগুলোর এজেন্ডাতে কোনো কর্মসূচি নেই। ভোটের অধিকার কেড়ে নেয়ার পর শ্রমিকদের তারা আরও নিঃস্ব করেছে, আরও গরীব করেছে।

/এম ই

Exit mobile version