Site icon Jamuna Television

মসজিদ থেকে বেরুতেই যুবককে প্রকাশ্যে কুপিয়ে আহত, হাসপাতালে মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

পূর্ব বিরোধের জেরে কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম এনামুল হক তিনি একই এলাকার বাসিন্দা। শুক্রবার (১৯ মে) দুপুরে স্থানীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জহির নামে এক যুবকের মাদক সেবন ও জুয়া খেলার ভিডিও ধারণসহ স্থানীয় একটি মাদরাসার কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল এনামুলের সঙ্গে। সেই জেরে জুম্মার নামাজ শেষে এনামুল মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএআর/

Exit mobile version