Site icon Jamuna Television

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ক্যারাম ও আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় মান্নান গ্রুপ এবং নান্নু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৯ মে) রাত নয়টার দিকে হরিপুর কান্তিনগর বোয়ালদহ ভুতের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কান্তিনগর গ্রামের পিতা শুকলাল সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০) এবং আবুল খায়ের ভাসানের ছেলে ওমর আলী। এছাড়াও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ১০ জন।

এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এএআর/

Exit mobile version