Site icon Jamuna Television

ঈদের পোশাক কেনা নিয়ে ঝগড়ার জেরে স্ত্রীকে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী গুলসানয়রাকে (৩১) হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। হত্যার দায়ে স্বামী মহির উদ্দীন (৩৬) কে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেহেদি হাসান জানান, মহির উদ্দীন ও গুলসানয়ারা মেহেরপুর শহরের ক্যাশ্যপবাড়ার তহমিনার বাড়িতে ৮ মাস ধরে ভাড়ায় আছে। সকালের ঈদের পোশাক কেনা নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে স্বামী মহির উদ্দীন উত্তেজিত হয়ে তার গলাই ওড়না পেচিয়ে টানতে শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী গুলসানায়ারা। পরে স্বামী আত্মহত্যার অভিযোগ দিতে থানায় গেলে পুলিশ তাকে আটক করে। সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি।

এটা তার তৃতীয় স্ত্রী বলে জানিয়েছে এলাকাবাসী। লাশের ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা যাবে বলেও জানান তিনি।

Exit mobile version