ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে নিহত ইসলামিক জিহাদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল র্যালি আয়োজন করা হয় অবরুদ্ধ গাজায়। শুক্রবার (১৯ মে) আয়োজিত হয় এ র্যালি। এতে অংশ নেয় হাজার হাজার ফিলিস্তিনি। খবর এপির।
মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-ইসলামিক জিহাদ ৫ দিনের অস্ত্রবিরতি শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আয়োজন করা হলো এই প্রতিবাদ র্যালির। ফিলিস্তিন ও সংগঠনের পতাকা এবং নিহত কমান্ডারদের ছবি হাতে বিক্ষোভ জানায় তারা। দখলদার ইহুদি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন তারা।
একইদিন সিরিয়া ও লেবাননেও বিক্ষোভে অংশ নেয় ইসলামিক জিহাদ সমর্থকরা। চলতি মাসেই সন্ত্রাসবিরোধী অভিযানের নামে গাজায় ব্যাপক বিমানহামলা চালায় ইসরায়েল। মৃত্যু হয় ইসলামিক জিহাদের ছয় শীর্ষ কমান্ডারসহ ৩৩ জনের। এদের মধ্যে ছিলেন ১৩ জন বেসামরিক নাগরিক। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে হাজারের বেশি রকেট ছোড়ে সংগঠনটি। গত শনিবার মিসরের মধ্যস্থতায় হয় দু’পক্ষের অস্ত্রবিরতি।
এসজেড/

