Site icon Jamuna Television

স্পেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল, বাস্তুচ্যুত প্রায় ৬০০ বাসিন্দা

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের পশ্চিমাঞ্চল। এরইমধ্যে পুড়ে গেছে আট হাজার হেক্টর বনভূমি। দাবানলের আশেপাশের এলাকাও ধোঁয়ায় আছন্ন হয়ে আছে। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬০০ বাসিন্দাকে। খবর রয়টার্সের।

শুক্রবার (১৯ মে) শুরু হয় এ দাবানল। ভয়াবহ এ দুর্যোগে হুমকির মুখে বন্যপ্রাণীরাও। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে দেশটির সেনা সদস্যরাও। ছয়টি বিমান ও আটটি হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে। তবে বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। উল্টো ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ওই অঞ্চলে বর্তমানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে বাতাস। প্রাণহানি এড়াতে ঝুঁকিতে থাকা তিনটি গ্রাম থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু মহাসড়ক। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, তীব্র দাবদাহ ও খরার কারণেই এ পরিস্থিতি।

এসজেড/

Exit mobile version