স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বেশ কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় গুদামে থাকা বিভিন্ন প্রকার ঝুটের মালামাল। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply