ওয়াসার মিটার লুটের ঘটনার ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২০ মে) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোবাশ্বেরা হাবিব খান।
মিটার লুটের বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, মূল্যবান হওয়ায় কোম্পানির নিরাপত্তা কর্মী আলামীন এসব মিটার লুটের পরিকল্পনা করে। পরে লুটের জন্য আরও ৮ জন সদস্য জোগাড় করে আলামীন। গত ১১ ফেব্রুয়ারি সাভারের ভরারি বটতলা এলাকায় মিটারের গোডাউনে ডাকাতি করতে যায় তারা। পরে গোডাউনের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বেঁধে প্রায় ৪ হাজার মিটার লুট করে এই ডাকাত চক্র। এসব মিটার ভেঙে ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেয় চক্রটি।
পরে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা আলামীনসহ ৯ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় নগদ ৮ লাখ টাকাও উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার ৫৫০ পিস মিটার এবং ১ হাজার ১৬৮ পিস ভাঙা মিটার উদ্ধার করার কথাও জানায় গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
এসজেড/

