Site icon Jamuna Television

কাশ্মিরে অনুষ্ঠিতব্য জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেবে না চীন

আগামী সেপ্টেম্বরে ভারতের কাশ্মিরে অনুষ্ঠিতব্য জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেবে না চীন। শুক্রবার (১৯ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য। খবর আল জাজিরার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিরোধপূর্ণ অঞ্চলে অনুষ্ঠিত জি-টোয়েন্টির যেকোনো প্রকার বৈঠকে প্রতিনিধিত্ব করবে না বেইজিং। অঞ্চলটিতে এমন আয়োজনের নিন্দাও জানিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, সম্মেলনস্থল নিয়ে মিত্র পাকিস্তানের আপত্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং প্রশাসন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তবে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। সম্প্রতি কাশ্মিরে জি-টোয়েন্টি সম্মেলনের আয়োজন নিয়ে চরম আপত্তি তোলে ইসলামাবাদ। একে মোদি প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলেও আখ্যা দেয় তারা।

এসজেড/

Exit mobile version