Site icon Jamuna Television

গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিলো ঘুমন্ত বৃদ্ধের প্রাণ

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে ট্রাক চাপায় ঘুমন্ত শশী ভূষন বাড়ৈ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।

শুক্রবার(১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version