Site icon Jamuna Television

সৌদি সফরে জেলেনস্কি, শান্তি প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সকে জরুরি পদক্ষেপের আহ্বান

যুদ্ধের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ নিয়ে আলোচনার মাঝেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর ওয়াশিংটন পোস্টের।

শুক্রবার (১৯ মে) জেদ্দায় আরব লীগ সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন তারা। এদিন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সকে জরুরি পদক্ষেপের আহ্বান জানান জেলেনস্কি। একই সাথে বন্দিবিনিময়, ইউক্রেনীয় মুসলিমদের পরিস্থিতি নিয়েও করেন আলোচনা। যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন এবং মস্কোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি।

গেল বছর দেশটির কূটনৈতিক তৎপরতায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ১০ বিদেশি নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। মোহাম্মদ বিন সালমান ছাড়াও এদিন ওমান, কুয়েত এবং আমিরাতের নেতাদের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এটিএম/

Exit mobile version