Site icon Jamuna Television

রাশিয়ার সাথে সম্পর্ক ইস্যুতে পশ্চিমা চাপের তোয়াক্কা করবে না তুরস্ক: এরদোগান

রাশিয়ার সাথে সম্পর্ক ইস্যুতে পশ্চিমা চাপের তোয়াক্কা করবে না তুরস্ক। পুতিনের সাথে সুসম্পর্কের নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে এমন দৃঢ় বার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা, সেগুলো মানতে বাধ্য নয় আংকারা। মস্কোর সাথে ইতিবাচক বিশেষ সম্পর্ক টিকিয়ে রাখার ওপরও জোর দেন তিনি। এছাড়া জাতীয় স্বার্থেও সাম্ভব্য সকল খাতে একে অপরকে প্রয়োজন বলে মনে করেন প্রবীণ এ রাজনীতিক।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও সে পথে হাটেনি এরদোগান প্রশাসন। বরং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানির চুক্তি করে মস্কো-কিয়েভ।

এটিএম/

Exit mobile version