Site icon Jamuna Television

সৎ পিতার জবানবন্দিতে শিশু ইয়ামিন হত্যার লোমহর্ষক বর্ণনা

রূপগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জে ঘটনার চারদিনের ভেতর চাঞ্চল্যকর শিশু ইয়ামিন হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। পারিবারিক কলহের জেরে বালির সাথে মুখ চেপে ধরে লোমহর্ষকভাবে শিশু ইয়ামিনকে হত্যা করেছেন সৎ পিতা ফরিদ।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় যৌথ অভিযানে তাকে রাজধানীর নর্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২০ মে) দুপুরে র‍্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোম্পানির কমান্ডার জুলফিকার আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ মে শিশু ইয়ামিনকে (৮) নিয়ে রাজধানীর বাড্ডা থেকে ঘুরতে বের হয় সিএনজি চালক সৎ পিতা ফরিদ। এ সময় তিনি জানতে পারেন স্ত্রী আমেনা তাকে তালাক দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিনকে রূপগঞ্জের মধুখালী এলাকায় নিয়ে নির্মমভাবে হত্যা করে সে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। পরে শুক্রবার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান থানার নর্দা এলাকা থেকে আটক করা হয়।

ইউএইচ/

Exit mobile version