Site icon Jamuna Television

হঠাৎ হাসপাতালে ভর্তি করা হলো ইমরান খানকে

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ মে) তাকে লাহোরের শওকত খানম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান।

তবে পিটিআইয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

এর আগে শুক্রবার বিকেল থেকেই শারীরিকভাবে অস্বস্তি বোধ করছিলেন এই বিরোধী দলীয় নেতা। হাসপাতালে পৌঁছনোর পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তার অস্বস্তির কারণ জানার চেষ্টা করেন।

এর আগে গেল ৯ মে কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হন ইমরান খান। এরপর জামিন পান তিনি। বর্তমানে তিনি তার জামান পার্কের বাসায় অবস্থান করছেন।

এটিএম/

Exit mobile version