Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথা বললেও বাস্তবায়নে উদ্যোগী না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত নেয়ার কথা বললেও বাস্তবায়নে উদ্যোগী না। এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২০ মে) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবেই সমাধানের চেষ্টা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে গিয়েছে। তবে এখনো রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা দুঃখজনক। বেশকিছু দেশ রোহিঙ্গাদের নেয়ার কথা বললেও, সেটা সংখ্যায় খুবই কম। এছাড়া মাঠ পর্যায়ে প্রত্যাবাসন কার্যক্রমের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট বাড়তে থাকলে এই অঞ্চল নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version