Site icon Jamuna Television

ইমরান খানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্কুট হাতে ফিরে গেল পুলিশ

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাদের দাবি ছিল, সেখানে লুকিয়ে ছিল ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’। কিন্তু তল্লাশি শেষে কিছু বিস্কুট আর পানি নিয়ে ফিরে যেতে হয়েছে পাক পুলিশকে। খবর এনডিটিভির।

শুক্রবার (১৯ মে) লাহোরে জামান পার্কের বাড়িতে পুলিশি অভিযান শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান। এর আগে বৃহস্পতিবার পুলিশ ঘোষণা দেয়, তারা ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাবে, এ বিষয়ে খানের সহায়তাও কামনা করেন তারা।

তল্লাশির অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টা পরই পুলিশ অভিযান শুরু করে জামান পার্কের বাস ভবনে।

তল্লাশি শেষে ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান উপস্থিত সাংবাদিকদের বলেন, তল্লাশি শেষে শূন্য হাতেই ফিরতে হয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, আমি মনে করি তারা বুঝতে পেরেছে, এখানে কিছুই নেই। তারা শুধু পানি আর বিস্কুট পেয়েছে।

এটিএম/

Exit mobile version