Site icon Jamuna Television

সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। শনিবার (২০ মে) বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে আয়োজিত নাগরিক সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। ইভিএমের মাধ্যমে মানুষের ভোট ডাকাতির পরিকল্পনা করছে সরকার। তাই দলীয় সিদ্ধান্ত মেনে এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছি না।

এর আগে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। সভাস্থলে তিনি উপস্থিত হলে বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান তার সমর্থকরা।

এএআর/

Exit mobile version