Site icon Jamuna Television

গুগলের নীতিমালায় এলো পরিবর্তন, অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে

অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট চিরতরে মুছে দিতে পারে গুগল। নতুন নীতিমালায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি ডিলিট হয়ে যাওয়া এসব অ্যাকাউন্ট পুনর্ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। খবর ভার্জের।

জানায়, আগের নীতিমালায় অব্যবহৃত অ্যাকাউন্টের ডাটা সরিয়ে ফেলা হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পুরো অ্যাকাউন্টই নাই হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২০২০ সালের নীতিমালায় ফ্রি আনলিমিটেড ফটোর সুবিধাটিও উঠিয়ে নেওয়া হয় এবং দুই বছর ব্যবহার করা হয়নি এমন অ্যাকাউন্টের ডাটা সরিয়ে ফেলা হয়।

এটিএম/

Exit mobile version