Site icon Jamuna Television

নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন ৩৮ শিক্ষার্থী

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় কারাগারে থাকা মোট ৩৮ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে বাড্ডা ও ভাটারা থানার পৃথক দুটি মামলার শুনানিতে প্রথমে ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিদের মধ্যে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন।

পরে নিউমার্কেট থানার পৃথক তিনটি মামলায় আটক হওয়া মোট নয়জনের সবার জামিন মঞ্জুর করেন আদালত। রাজধানীর বাড্ডা ও ভাটারা থানার মামলায় যথাক্রমে ১৪ জন ও ৮ জনসহ মোট ২২জনকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে তাদের কারো বিরুদ্ধে পুলিশের ওপর হামলা; আবার কারো বিরুদ্ধে রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ করা হয়।

Exit mobile version