কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে কক্সবাজারে গণসমাবেশ করেছে বিএনপি। শনিবার ২০ মে) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।
এদিন বিকেলে সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ এবং ভোট চুরি করে ক্ষমতায় গেছে। তাদের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
/এমএন

