Site icon Jamuna Television

কুষ্টিয়ার কুমারখালিতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ছবি: নিহত তানজিল শেখ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল শেখ ইমনের (১৯) ছুরিকাঘাতে সহপাঠী তানজিল শেখ (১৮) নিহত হয়েছেন। শনিবার (২০ মে ) বেলা ৩টার দিকে পান্টি স্কুল মাঠে এই ঘটনা ঘটে।

নিহত তানজিল পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানান, বেলা ৩টার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও পান্টি গ্রামের মিলনের ছেলে ইমনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ইমন তার পকেটে থাকা সেভেন গিয়ার ড্যাগার বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে মারাত্মক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনার পর থেকে ইমন ও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন বলে জানান তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, হত্যার মুল কারণ কেউ স্পষ্ট করে বলতে পারছে না। আসামি আটকের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

এটিএম/

Exit mobile version