Site icon Jamuna Television

পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (২০ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ দেয়া হয়।

এতে বলা হয়েছে, সংগঠন বিরোধী, গঠনতন্ত্র পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুর উল্লাহর বিরুদ্ধে কেন পরিবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে বিষয়ে লিখিতভাবে তাদের বক্তব্য আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সেলে জমা দিতে বলা হয়েছে।

এএআর/

Exit mobile version