গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে ২৩ মে মধ্যরাতে। জয় পেতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সিটি এলাকা চষে বেড়াচ্ছেন তারা, প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। সব প্রার্থীর মুখে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার অঙ্গীকার।
এদিকে, ভোটাররা বলছেন, আগের মেয়রের সময়ে আশানুরূপ উন্নয়ন হয়নি। নতুন মেয়রের কাছে তাই তাদের প্রত্যাশাও বেশি।
শনিবার (২০ মে) নগরীর ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দেন। এ সময় আজমত উল্লা খান বলেন, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করতে আমার যে প্রত্যয়, অঙ্গীকার; তা আমার নির্বাচনী ইশতেহারে থাকবে। কালো টাকা ছড়াছড়ির কথা কেউ কেউ বলছেন। আমি জনগণকে অনুরোধ করছি, এ ব্যাপারে সতর্ক থাকতে। জনগণ সম্পূর্ণভাবে এ ব্যাপারে সচেতন।
ভোটারদেরও আশা, সাবেক মেয়রের সময় যেসব সমস্যার সমাধান হয়নি, তা দূর করতে কাজ করবেন নতুন মেয়র।
এদিকে, শনিবার বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সব প্রিসাইডিং অফিসার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। জানান, ভোটের দিন প্রতি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, যা নিয়ন্ত্রণ করা হবে ঢাকা থেকে।
গাজীপুর নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রিসাইডিং অফিসারদের নির্দেশনাও দেন ইসি সচিব।
/এমএন

