দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (২১ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গত এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে কেজি প্রতি পেঁয়াজ, আদাা, রসুনসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা এসব ভোগ্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, অভিযান শুরুর আগে ব্যবসায়ীদের তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দিতে দেখা যায়। অভিযানে মধ্যসত্বভোগীদের হাতে পণ্যের দাম বাড়ার তথ্য ও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। জড়িতদের করা হয় অর্থদণ্ড।
/এমএন

