কয়েক মাস লড়াইয়ের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। শনিবার (২০ মে) একটি ভিডিওতে তিনি এ দাবি করেন। খবর রয়টার্স ও স্কাই নিউজের।
যদিও ওয়াগনারের দাবি অস্বীকার করে ইউক্রেন বলেছে, পরিস্থিতি জটিল এবং লড়াই চলছে। এদিকে, ইয়েভগেনি প্রিগোজিন বলেন, আজ দুপুর ১২ টায় বাখমুত পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে পুরো নগরীটাই দখল করেছি।
আগামী ২৫ মে তার বাহিনী রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর হাতে নগরীর নিয়ন্ত্রণ তুলে দিয়ে বিরতিতে যাবে বলে ভিডিওতে জানান। ভিডিও বার্তায় ওয়াগনারের প্রধান কথা বলার সময় কিছুটা দূর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাখমুত শহরটি দখলে নেয়া রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারলে পূর্ব দিক থেকে ইউক্রেনের ভেতরে আরও সহজেই অগ্রসর হতে পারবে রুশ সেনারা।
/এমএন

