Site icon Jamuna Television

গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত 

স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আজিজুল হাকিম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২০ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলার মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক আজিজুল হাকিম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ওসি মো. আবু বকর মিয়া জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-১১৩৩) মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল চালক আজিজুল হাকিম
আহত হন।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হাকিম মারা যান।

ওসি আরও জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version