Site icon Jamuna Television

ইতালির উত্তরাঞ্চলে বন্যায় বাস্তুচ্যুত ৩৬ হাজারের বেশি মানুষ

ইতালির উত্তরাঞ্চলে বন্যায় বাস্তুচ্যুত ৩৬ হাজারের বেশি মানুষ। শনিবার (২০ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের

উদ্ধারকর্মীদের দাবি, উত্তর-পূর্বাঞ্চলীয় ইতালি পুরোপুরি ডুবে গেছে বন্যার পানিতে। রেকর্ড করা হয় তিন শতাধিক ভূমিধসের ঘটনাও। তাছাড়া অঞ্চলটির সাথে সংযুক্ত পাঁচ শতাধিক রাস্তা ডুবে যাওয়ায়; ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা। ভেলা বা হেলিকপ্টারের মাধ্যমে সরানো হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। উদ্ধারকাজে নিয়োজিত পাঁচ হাজারের বেশি ফায়ার ব্রিগেডকর্মী ও স্বেচ্ছাসেবী।

এমন পরিস্থিতিতে জি-সেভেন সম্মেলনের সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ত্রাণ সরবরাহ, দুর্যোগ মোকাবেলা এবং পরবর্তী সংস্কার ইস্যুতে মঙ্গলবার ডেকেছেন জরুরি বৈঠক।

এটিএম/

Exit mobile version