Site icon Jamuna Television

সুপেয় পানির দাবিতে কলস হাতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শহরে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানি পানের অযোগ্য। এ পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেখানে জীবন অচল, সেখানে সাতক্ষীরার শহরের নিম্ন আয়ের মানুষকেও বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে মানুষের জীবনে কষ্টের সীমা থাকবে না। এ সময় সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্ব বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক শরিফুল্লাহ্ কায়সার সুমন, আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের আব্দুস সামাদসহ আরও অনেকে।

এএআর/

Exit mobile version