Site icon Jamuna Television

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ফাইল ছবি।

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (২১ মে) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আরপিও ৯১ এর “এ” ধারায় কোনো সংশোধনী চায়নি ইসি। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা এ ধারায় রয়েছে। নতুন করে, ফলাফলের পরও কোনো অনিয়মের প্রমাণ পেলে ভোট বন্ধের ক্ষমতা চেয়েছিলো ইসি। সেখানে পুরো ভোটের পরিবর্তে এক বা একাধিক কেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হচ্ছে। এতে কমিশনের ক্ষমতা কমেনি বরং কিছুটা বেড়েছে বলে মনে করেন তিনি।

তবে ইসির প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হলে অনিয়ম বন্ধে আরও কঠোর হওয়ার সুযোগ থাকতো বলে মত তার।

এর আগে ৯১ ‘এ’ ধারা অনুযায়ী নির্বাচন চলাকালীন গাইবান্ধা ৫ আসনের ভোট বাতিল করেছিলো ইসি। এছাড়া পাঁচ সিটিতে ভোট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কঠোর ইসি। প্রমাণ পেলে সকল অভিযোগের ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version