শ্রম আইন অনুযায়ী পাওনা দাবি করায় শেভরন বাংলাদেশের ১২৭ জন কর্মীকে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মীরা তাদের পুনর্বহালের দাবি জানিয়ে রোববার (২১ মে) সংবাদ সম্মেলন করেছে। এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন তারা।
তাতে চাকরিচ্যুত কর্মীরা দাবি করেন, বেআইনি ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত সবাইকে পুনর্বহাল করতে হবে। একইসাথে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি করেন অভিযোগকারীরা। শেভরন বাংলাদেশের ব্লক নম্বর ১৩ ও ১৪-এর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন শুরু থেকে ছাঁটাইকৃত কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।
/এমএন

