বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রফতানিতে। চলমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
রোববার (২১ মে) সকালে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ও নিরাপত্তা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক খাতে সচেতনতার কারণে আগেই চেয়ে দূর্ঘটনা কমেছে। নিয়মিত বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার তাগিদ দেন তিনি।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, শিল্প ও অর্থনীতির স্বার্থেই উদ্যোক্তাদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যাপারে সর্তক থাকতে হবে। শুধু কারখানা নয় বরং এর আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন ফারুক হাসান।
/এমএন

