Site icon Jamuna Television

জাপানে জি-৭ সম্মেলনের শেষ দিনে মধ্যমণি ছিলেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত

জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনের শেষ দিনে মধ্যমণি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রোববার (২১ মে) সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে একাধিক বৈঠকে অংশ নেন তিনি। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এদিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ জি-৭ নেতাদের সাথে বৈঠক করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ সম্মেলনে যোগ দেয়া অন্যান্য বিশ্বনেতাদের সাথেও সাক্ষাৎ করেন তিনি।

এএআর/

Exit mobile version