পেঁয়াজ আমদানির অনুমতি দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। এরইমধ্যে আমদানির অনুমতি দেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে অনুমতি দেয়ার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।
পেঁয়াজের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আমদানির বিষয়টি বিবেচনায় নিতে চিঠিতে বলা হয়েছে। মজুদ ও চাহিদা বিশ্লেষণ করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করবে কৃষি মন্ত্রণালয়।
বিদেশ থেকে পেঁয়াজ আনতে ‘ইমপোর্ট পারমমিট’ বা আইপির প্রয়োজন। আমদানিকারকরা আইপি ইস্যুর জন্যে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। ঈদের পর থেকেই পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা।
/এমএন

