আর শান্তি নয়, এবার বিএনপিকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বললেন, জনগণের ভোটে অন্য কেউ ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। তবে কোনো ষড়যন্ত্র করলে রাজপথে কঠিন জবাব দেয়া হবে। শান্তিপূর্ণ নির্বাচন ঠেকাতে আসলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
/এমএন

