তুরস্কে দ্বিতীয় ধাপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। আর এই নির্বাচনে দেশটির তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ডেইলি সাবাহ‘র।
এরদোগান বলেন, তরুণ প্রজন্মের স্বাধীনতা রক্ষায় একে পার্টিকে আবারও সরকার গঠন করতে আপনার মূল্যবান ভোট প্রদান করুন।
এক টুইট বার্তায় তরুণদের প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, যারা রাজনৈতিক ব্যর্থতার গল্প শোনায় তাদের দিকে মনোযোগী হবেন না।
এরদোগান আরও বলেন, আমরা কখনও তরুণ প্রজন্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। আগামীতেও করব না।

