Site icon Jamuna Television

রংপুরে পানিতে পড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরে পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) পৃথক দুই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামের রাবেয়া খাতুন (৬৫) এবং হারাগাছ ইউনিয়নের পল্লীমারী একতা গ্রামের নুর হাসান (৫)।

এ নিয়ে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, রোববার বাহাগিলি গ্রামে বৃদ্ধা রাবেয়া খাতুনকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দেখা যায় তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় কাপড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি।   


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

‌এদিকে, বিকেলে হারাগাছ ইউনিয়নের বাহাগালি গ্রামের নানা বাড়িতে বেড়াতে এসে বাড়ি পাশের একটি পানি ভর্তি গর্তে পড়ে শিশু নুর হাসানের মৃত্যু হয়। নিহত ওই শিশু হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে।

ওসি মোন্তাছের বিল্লাহ জানান, নিহত দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version