ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে হজে যেতে পারলেন না ১৪০ হজযাত্রী। রোববার (২১ মে) দুপুর ২টা ২০ মিনিটের ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ফ্লাইট ছেড়ে গেলেও তারা এখনও ভিসা পাননি।
আশকোনা হজক্যাম্পেই অবস্থান করছেন তারা। ভিসা জটিলতায় পড়া হজযাত্রীদের অনেকেই শুক্র ও শনিবার আশকোনা হজক্যাম্পে এসেছেন। হজ এজেন্সি জান্নাত ট্রাভেলসের মাধ্যমে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ভুক্তভোগীরা বলছেন, ট্রাভেল এজেন্সির কাছেই এখনও তাদের পাসপোর্ট রয়ে গেছে।
/এমএন

