Site icon Jamuna Television

স্বামীকে খুশি করতে কপালে ট্যাটু করালেন স্ত্রী

ছবি: সংগৃহীত

ভারতীয় এক তরুণী স্বামীকে চমকে দেয়ার জন্য স্বামীর নামে কপালে ট্যাটু করিয়েছেন। বেঙ্গালুরুর একটি ট্যাটু পার্লার সম্প্রতি তাদের ইনস্টাগ্রামে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। খবর এনডিটিভি‘র।

‘ট্রু লাভ’ লেখা ক্যাপশনের ওই ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুর বাসিন্দা ওই নারী তার স্বামীর নামে কপালে ট্যাটু করাচ্ছেন। কপালে ‘সতীশ’ লিখেন ট্যাটুশিল্পী।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় একটা ডিজলাইক বাটন হলে খুব ভালো হতো।

কেউ লিখেছেন, এই কাজ বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রকৃত ভালবাসায় কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না।

/এনএএস

Exit mobile version