Site icon Jamuna Television

টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয় ম্যানসিটির

চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় বারের মতো লিগ শিরোপা উদযাপন করলো ম্যানচেস্টার সিটি। জয়সূচক একমাত্র গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ। খবর দ্য গার্ডিয়ানের।

ইতিহাদ স্টেডিয়ামে তারকা ও নিয়মিতদের অনুপস্থিতিতে আক্রমণে গতি না থাকলেও শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে ম্যান সিটি। দ্বাদশ মিনিটেই গোল পেয়ে যায় পেপ গার্দিওলার দল। কোল পালমারের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন আলভারেজ। সিটির জার্সিতে অভিষেক মৌসুমেই ৯ গোল করলেন এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। বেশ কয়েকটি সুযোগ এলেও বার বার সুযোগ নষ্ট করতে থাকে চেলসি।

বিরতির পর ভালো খেললেও ব্যর্থতার জাল এড়াতে পারেনি তারা। ফলে আসরে ১৩তম হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় মাওরিসিও পচেত্তিনো শিষ্যদের।

এদিকে আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

এটিএম/

Exit mobile version