Site icon Jamuna Television

গ্রিসে ক্ষমতাসীন নিউ ডেমোক্র্যাসি পার্টির বড় জয়

গ্রিসের পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছে ক্ষমতাসীন নিউ ডেমোক্র্যাসি পার্টি। বেশিরভাগ ভোট গণনার পর ৪০ দশমিক ৮ শতাংশ সমর্থন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসো-তাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল দলটি। খবর বিবিসির।

অ্যালেক্সিস সিপরাসের দল সিরিজা পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ ভোট। জয় নিশ্চিতের পর উল্লাসে মাতে নিউ ডেমোক্র্যাসি পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা। প্রথম স্থানে থাকলেও ম্যাজিক ফিগার ১৫১ থেকে ছয় আসন দূরে রয়েছে ক্ষমতাসীন দল। তাই গড়তে হবে জোট। সরকার গঠনে শীর্ষ তিন দলকে যথাক্রমে তিনদিন করে সময় দেয়া হবে। তারা ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেবেন প্রেসিডেন্ট।

এক মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে তারা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে নতুন ভোটাভুটিরই ইঙ্গিত দিয়েছে রক্ষণশীলরা। জানায় দেশে স্থিতিশীলতার লক্ষ্যে একটি সরকারের চার বছরের মেয়াদ পূর্ণ হওয়া প্রয়োজন। একক সংখ্যাগরিষ্ঠ সরকারই নিশ্চিত করতে পারে বিষয়টি।

এটিএম/

Exit mobile version