Site icon Jamuna Television

ইকুয়েডরে রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ৬

ইকুয়েডরের সান্টা এলেনা প্রদেশে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। গোলাগুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (২১ মে) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার রাত নয়টার দিকে উপকূলীয় মন্টানিটা শহরে চালানো হয় এ হামলা। সার্ফিংয়ের জন্য বিখ্যাত শহরটির সমুদ্র সৈকত। হামলার সময় শত শত পর্যটকের ভিড় ছিল অঞ্চলটিতে। ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। মাদক চোরাকারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকটি গোষ্ঠী সক্রিয় রয়েছে ইকুয়েডরের প্রদেশটিতে। চুরি, অপহরণ, সহিংসতার মতো অপরাধ ঘটে প্রায়ই।

মারাত্মক সংঘাত ছড়িয়ে পড়ায় গেলো এপ্রিলে জরুরি অবস্থা জারি করা হয়ে প্রদেশটির গুয়াকুইল অঞ্চলে। সহিংসতা বেড়ে যাওয়ায় সম্প্রতি ব্যক্তিগত প্রতিরক্ষায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া হয় দেশটিতে।

এটিএম/

Exit mobile version