Site icon Jamuna Television

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র পেলো বাপেক্স

আরেকটি নতুন গ্যাসক্ষেত্র পেলো বাপেক্স। ভোলার ইলিশাকে ঘোষণা করা হয়েছে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে। এখান থেকে ৩০ বছর উৎপাদন সম্ভব। এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বড় সম্ভাবনার দিক উন্মোচন করলো এই গ্যাসক্ষেত্র। সংকটের মধ্যে যা জনগণের জন্য সুখবর। দীর্ঘদিন ধরেই এখানে অনুসন্ধান চলছিল। ভোলা ১, ভোলা ২ এবং ইলিশা গ্যাসক্ষেত্র মিলে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদ আছে বলে জানান প্রতিমন্ত্রী। আশপাশে আরও অনুসন্ধানের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ইলিশার গ্যাস ৩ বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে। পাইপলাইন নির্মাণ করে জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনাও নেয়া হচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ইউএইচ/

Exit mobile version