Site icon Jamuna Television

৫৬ বছর পর আল আকসা মসজিদের চাবি ফেরত দিলেন সাবেক ইহুদি সেনা

ছবি: আল আকসা মসজিদ এবং চাবি ফেরত দিচ্ছেন সাবেক ইহুদি সেনা

৫৬ বছর পর প্রচণ্ড অস্বস্তিতে আল আকসা মসজিদের একটি গেটের চাবি ফেরত দিয়েছে এক সাবেক ইহুদি সেনা। বৃহস্পতিবার (১৮ মে) জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মহাপরিচালক শেখ আজম আল-খতিব ইসরায়েলের ইয়ার বারাক নামের ব্যক্তির কাছ থেকে চাবি গ্রহণ করছেন। খবর মিডল ইস্ট মনিটরের

ভিডিওতে সাবেক ইহুদি সেনা বলছেন, ১৯৬৭ সালে যুদ্ধের সময় তিনি ইসরায়েলি যোদ্ধাদের সাথে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তার সাথে যুদ্ধে অংশ নেয়া অনেক ইহুদি সেনা সে সময় মারা যায়।

ইয়ার বারাক নামের ওই সাবেক সেনা বলেন, আমি আল-আকসা মসজিদের পশ্চিম করিডোরের আল-মুগরাবি গেটে পৌঁছেছি, এমন সময় আমি বাম দিকে তাকালাম এবং একটি চাবি পেলাম। আমি কেন তা ধরেছিলাম জানি না তবে তা পকেটে রেখে দিয়েছিলাম। তারপর থেকে এটি আমার কাছেই ছিল।

বারাক বলেন, এ ঘটনার এতো বছর পর আমি অস্বস্তি বোধ করতে শুরু করি এবং চাবি ফেরত দেয়ার সিদ্ধান্ত নেই। আরও বলেন, আমি এই চাবি তার প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছি। ইসরায়েলেরও উচিত ফিলিস্তিনিদের জমি, স্বাধীনতা ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়া।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে গোটা শহর অধিকৃত করে নেয় ইসরায়েলি বাহিনী। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

এটিএম/

Exit mobile version