Site icon Jamuna Television

ফিলিপাইনের ম্যানিলায় পুড়ে গেলো ঐতিহ্যবাহী পোস্ট অফিস ভবন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুড়ে গেলো ঐতিহ্যবাহী পোস্ট অফিস ভবন। সোমবারের ঐ দুর্ঘটনায় কোন প্রাণহানির খবর মেলেনি; দগ্ধ হয়েছে বেশ কয়েকজন ফায়ার ব্রিগেড কর্মী। খবর সিএনএনের।

সোমবার (২২ মে) ভোর রাতে হঠাৎ-ই বিশালাকারে ছড়িয়ে পড়ে আগুন। কর্তৃপক্ষ জানায়, ফায়ার ব্রিগেডের ৮০টি ইউনিট নামে নিয়ন্ত্রণে। পাশে পাসিগ নদী হওয়ার কারণে খুব একটা অসুবিধায় পরতে হয়নি। তবে পরিস্থিতি মোকাবেলায় লেগেছে ৭ ঘণ্টা। এখনও ভবনের ভেতরে কিছু কিছু জায়গায় জ্বলছে আগুন। যেকোন সময় নতুনভাবে অগ্নিকাণ্ড ছড়ানোর সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।

পোস্ট মাস্টার জেনারেল লুইস কার্লোস জানিয়েছেন, বেজমেন্ট থেকে পাঁচতলা ভবনটি পুরোপুরি আগুনে ভস্মীভূত। তবে কী কারণে এই দুর্ঘটনা, সেটি এখনো জানা যায়নি। চলছে তদন্ত। ১৯২৬ সালে নির্মাণ করা হয় ভবনটি। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হামলার শিকার হয়।

এটিএম/

Exit mobile version